শুক্রবার সকালে উপজেলার জলঢাকা-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত আরো ৯ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামাতার মৃত্যুর খবর পেয়ে উপজেলার খারিজা গোলনা গ্রামের জহুরুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে তার বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি ওই এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের একটি নৈশকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে জহুরুল ইসলাম (৬৫) ও তার বোন আনোয়ারা বেগম (৫৬) ঘটনাস্থলে নিহত হন। চালকসহ গুরুতর আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি উদ্ধার করেছে।